
|
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির, সেক্রেটারি সুলতান মাহমুদ
প্রকাশ:
০৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪০ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ২০২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মুনতাছির আহমাদ। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সুলতান মাহমুদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনিই কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার ও ইমরান হোসাইন নূর। কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে। সম্মেলনে সভাপতির বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিদায়ী কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। এলএইস/ |