
|
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র
প্রকাশ:
০৫ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ আগামী দুই সপ্তাহের মধ্যে ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, দুই মাস আগে হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখতে চায় যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে পরবর্তী ধাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন তারা। দ্বিতীয় ধাপ শুরু হলে হামাসের বদলে গাজা পরিচালনার দায়িত্ব নেবে একটি অন্তর্বর্তী সরকার। এছাড়াও গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি আন্তর্জাতিক বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘোষণার অংশ হিসেবে অন্তবর্তী সরকারের সদস্য এবং নিরাপত্তা বাহিনী পাঠানো দেশগুলোর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। কারা কারা এতে যোগ দেবে এ নিয়ে এখনো তাদের কাজ চলছে। ধারণা করা হচ্ছে এ বছরের শেষ দিকে নতুন সরকার গঠন নিয়ে ঘোষণা আসতে পারে। তবে এর আগে বিষয়টি চূড়ান্ত হবে না। কারণ হামাস কীভাবে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর ও অস্ত্র জমা দেবে এ ব্যাপারে এখনো কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছে। হামাস স্পষ্ট করেছে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের হাতে তারা ক্ষমতা ছাড়তে রাজি আছে। কিন্তু ট্রাম্পের ঘোষিত বোর্ড অব পিসের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। এই বোর্ড অব পিসে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ বেশ কয়েকজন বিতর্কিত ব্যক্তির নাম শোনা গেছে। দুই মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পর হামাস অনেকটা নিরবে আবারও গাজার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে। এছাড়া হামাস জানিয়েছে, তারা কখনো রক্ষণাত্মক অস্ত্র জমা দেবে না। কারণ যেহেতু ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব রয়েছে, তাই এ ধরনের অস্ত্র রাখা তাদের অধিকার। সূত্র: টাইমস অব ইসরায়েল এলএইস/ |