
|
বর্ণাঢ্য আয়োজনে আড়াইহাজার শিবপুর মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ:
০৫ ডিসেম্বর, ২০২৫, ০২:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া আরাবিয়া আড়াইহাজার শিবপুর নারায়ণগঞ্জের দারুল মুতালাআ আয়োজিত বার্ষিক চূড়ান্ত প্রতিযোগিতা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ৭টি বিভাগে (যথাক্রমে কিরাত, কুরআন তেলাওয়াত, হিফজুল কুরআন, আরবি বক্তৃতা, ইংরেজি বক্তৃতা, বাংলা বক্তৃতা, কুইজ, হামদ-নাত, কবিতা, দেয়ালিকা) ৮০ জন ছাত্র বাছাই পর্বের মাধ্যমে মূল ফাইনাল পর্ব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগ থেকে উত্তীর্ণ ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কার তুলে দেন মাদরাসার শিক্ষকরা। এছাড়া সাধারণ জ্ঞান কুইজে ১০ জন বিজয়ীকে এবং ইংরেজি ভাষায় চমৎকারভাবে বক্তৃতা উপস্থাপনের জন্য একজনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দেশাত্মবোধক একটি সংগীত ১২জনের একটি টিম স্টেইজে চমৎকারভাবে পারফর্ম করার জন্য তাদেরকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মোট তিনটি অধিবেশনে সম্পন্ন হয়। মাদরাসার মুহাদ্দিস, লেখক ও সম্পাদক মুফতি নাজমুল ইসলাম কাসিমীর সঞ্চালনায় জামিয়ার শিক্ষকরা ছাড়াও মুহতামিম মাওলানা মুহাম্মদ ইসমাইল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে মাদরাসার মুহতামিম ছাত্রদের এমন চমৎকার সব আয়োজন দেখে ছাত্র-শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। তিনি তার বক্তৃতায় ছাত্রদের উদ্দেশে বলেন, শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদেরকেই নিতে হবে আগামী পৃথিবীর ভার, সে লক্ষ্যে নিজেদের গড়তে হবে। এছাড়াও তিনি ছাত্রদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী জিনিস থেকে নিজেদের বিরত রাখার পরামর্শ দেন। এলএইস/ |