
|
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আমজাদ হোসাইন আশরাফীকে রিকশার প্রার্থী ঘোষণা
প্রকাশ:
০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আমজাদ হোসাইন আশরাফীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। তিনি আগামী নির্বাচনে রিকশা প্রতীকে আট দল থেকে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে দলের আমিরে শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সম্প্রতি মাওলানা আমজাদ হোসাইন আশরাফী বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। গণসমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, বিগত ৫৬ বছরে বাংলাদেশের যা উন্নয়ন হয়েছে, সব হলো জনসাধারণের পরিশ্রমের ফসল। এর মধ্যে সরকারের বিশেষ কোনো অবদান নেই। বাংলাদেশের মেহনতি মানুষ পরিশ্রম করে অর্থ উপার্জন করে সরকারকে কর প্রদান করেছে, বিগত সময়ের সরকারের সাথে সংশ্লিষ্টরা সেই অর্থ লুট করে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশে এমন কিছু হবে না ইনশাল্লাহ। চব্বিশের গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ সচেতন হয়েছে। দেশের মানুষ পরিবর্তন চায়। সভাপতির বক্তব্যে নবীনগর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন আশরাফী বলেন, আমি বিগত চার বছর কৃষ্ণ নগর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আমার এক টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না। আমি সহিংসতা বন্ধ করে শান্তি স্থাপন করতে পেরেছি। আগামীতে আপনারা চাইলে পুরো নবীনগর উপজেলার মধ্যে শান্তি ও সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আরএইচ/ |