
|
ভোটে লড়তে চান কবি মুহিব খান, দল কোনটি?
প্রকাশ:
০৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
বিশেষ প্রতিনিধি কবি মুহিব খান। সারাদেশে এক নামে পরিচিত। তিনি কিশোরগঞ্জের সন্তান। তার বাবা কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান। এবার তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন। ইতোমধ্যে তার নামে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে পোস্টারিং করা হয়েছে। তবে তিনি কোন দল থেকে নির্বাচন করবেন তা এখনো জানা যায়নি। কিশোরগঞ্জ-১ নির্বাচনি এলাকায় দেয়ালে দেয়ালে মুহিব খানের ছবিসহ একটি পোস্টার ঝুলতে দেখা গেছে। সেখানে লেখা রয়েছে- ‘কিশোরগঞ্জের নয়নমণি, সাবেক সংসদ সদস্য মাওলানা আতাউর রহমান খান সাহেবের সুযোগ্য সন্তান মাওলানা কবি মুহিব খানের সালাম নিন, জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিন।’ কিশোরগঞ্জ-হোসেনপুর কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে প্রচারিত পোস্টারে স্লোগান হিসেবে লেখা হয়েছে- ‘কিশোরগঞ্জ-হোসেনপুরের প্রয়োজন; শান্তি, নিরাপত্তা, উন্নয়ন।’ এ ব্যাপারে কথা বলতে মুহিব খানের সঙ্গে কথা বলতে আওয়ার ইসলামের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মুহিব খানের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা গেছে, তিনি নির্বাচন করার ব্যাপারে আগ্রহী। তবে এখনো সিদ্ধান্ত নেননি কোনো দল নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের একজন গুরুত্বপূর্ণ নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন, কিশোরগঞ্জ সদর থেকে মুহিব খানকে প্রার্থী করার ব্যাপারে আলোচনা চলছে। তবে দলের কেন্দ্রীয় নেতা মাওলানা হেদায়াতুল্লাহ হাদীকে আগেই প্রার্থী করায় তা এখনো চূড়ান্ত নয়। তবে শেষ পর্যন্ত মুহিব খানকে আট দলের প্রার্থী ঘোষণা করে চমক দেখানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। কবি মুহিব খানের বাবা মাওলানা আতাউর রহমান খান ১৯৯১ সালে বিএনপির টিকিটে কিশোরগঞ্জ সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি অবশ্য আর নির্বাচন করেননি। মাওলানা আতাউর রহমান খানের পাঁচ ছেলের সবাই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মুহিব খান সবার ছোট। তবে তাদের ভাইদের কেউই রাজনীতিতে সক্রিয় নন। বিএনপির রাজনীতির সঙ্গেও তাদের কোনো সম্পৃক্ততা নেই। এলাকায় যাতায়াত থাকলেও নির্বাচন করার মতো জনসম্পৃক্ততা তাদের নেই। আরএইচ/ |