‘বাংলাদেশ খেলাফজত মজলিস নিয়মতান্ত্রিক দাওয়াতি কার্যক্রমে বিশ্বাসী’
প্রকাশ: ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে ধোবাউড়া সদর ৩নং ইউনিয়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা সভাপতি মুফতি বাছিরুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা সাধারণ সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন— ময়মনসিংহ পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সোহাগ; ধোবাউরা থানা শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম, মাওলানা হুজাইফা। ধোবাউরা উপজেলার যুব মজলিস ও ছাত্র মজলিসের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস প্রশিক্ষণভিত্তিক ও নিয়মতান্ত্রিক দাওয়াতি কার্যক্রমে বিশ্বাসী। গতানুগতিক রাজনীতির ধারা থেকে বের হয়ে ইসলামি নীতি-আদর্শ ও দেশের সংস্কৃতির সমন্বয়ে একটি ইসলামি বিজয়ী সমাজ গঠনই সংগঠনের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, সংগঠনের আমির মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ইতোমধ্যে সংগঠনের কার্যক্রম দেশের সব জেলা ও মহানগরে পৌঁছে গেছে এবং পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিস্তৃত হচ্ছে।

অনুষ্ঠানে তিনি সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দাওয়াতি কাজ করে সংগঠনের কার্যক্রম আরও প্রসারিত করার আহ্বান জানান।

আরএইচ/