
|
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
প্রকাশ:
০৪ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। বিএনপির কর্মসূচি বিকেল ৪টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাকা-১০ সংসদীয় আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কলাবাগান ক্রীড়া চক্র খেলার মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে থাকবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ। দুপুর ১২টায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মামুন হাসান। বিশেষ অতিথি থাকবেন ড. কাজী মনিরুজ্জামান মনির, মোস্তফা জগলুল পাশা পাপেল, ডা. মো. এ বি সিদ্দিক হাওলাদার। বেগম জিয়ার সুস্থতা কামনায় সাদাকা হিসেবে রাজধানীর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ৩০টি ছাগলের মাংস বিতরণ করবে যুবদল। দুপুর ১২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও থাকবেন যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। জামায়াতের কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্বক এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন। উপদেষ্টা শারমিন সকাল সাড়ে ৯টায় আগারগাঁওয়ে বিআইসিসি কার্নিভাল হলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস জাতীয় উদযাপন সেম্পোজিয়ামে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। শেখ বশিরউদ্দীন সকাল ১০টায় জাতীয় বস্ত্র দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টা আসিফ মাহমুদ বিকেল ৩টায় সচিবালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনাসমূহের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরএইচ/ |