
|
রংপুরের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, পীর সাহেব চরমোনাইয়ের শোক
প্রকাশ:
০৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮ সকাল
নিউজ ডেস্ক |
বুধবার (৩ ডিসেম্বর) আন্দোলনরত আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের চাকা ফেটে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী থানা শাখার কর্মী উমর ফারুক (৪০) নিহত হন। এছাড়া পলাশবাড়ী থানা শাখার বিভিন্ন দায়িত্বশীলসহ ৮-১০ গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পৃথক আরেকটি দুর্ঘটনায় মো. যোবেদ আলী, পিতা: নছিয়া আলী, বাড়ি: সবুজ পাড়া, চিলাহাটী, ডোমার নীলফামারী নিহত হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দের সাথে ঘনিষ্ট যোগাযোগ রক্ষা করছেন। শাহাদাত বরণকারী ফারুক ও জোবেদ আলীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আরএইচ/ |