
|
নূরানী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন, শিশুদের লেখা দেখে উচ্ছ্বসিত ফেনীর এডিসি
প্রকাশ:
০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৯ সকাল
নিউজ ডেস্ক |
নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এনটিকিউবি) পরিচালিত তৃতীয় শ্রেণির ১৯তম সমাপনী চলাকালে ফেনীর আলিয়া মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের হাতের লেখা দেখে মুগ্ধ হন এবং ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন আওয়ার ইসলামকে জানান, গত ১ ডিসেম্বর ফেনী আলিয়া মাদরাসা কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলাকালে এডিসি ফাতেমা সুলতানা কেন্দ্র পরিদর্শনে আসেন। তখন তিনি কয়েকজন শিক্ষার্থীদের খাতা হাতে নিয়ে দেখেন। তিনি শিশু শিক্ষার্থীদের সুন্দর লেখা দেখে বিস্মিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, এমনটা তিনি আর কোথাও দেখেননি। ওই সময় হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাওলানা আনাস। আর পরীক্ষক হিসেবে ছিলেন মাওলানা উবায়দুল হক। এছাড়া ফেনী আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গাজী মীর মুহাম্মদ ইকবাল হোসাইন এডিসির সঙ্গে সঙ্গে ছিলেন। বোর্ডের পরিচালক জানান, এবার ৫০ হাজারের বেশি ছাত্রছাত্রী নূরানী বোর্ডে পরীক্ষা দিচ্ছে। গত ২৯ নভেম্বর শুরু হয়েছে পরীক্ষা। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পরীক্ষা শেষ হচ্ছে। আরএইচ/ |