নবাগত ইউএনওর সঙ্গে হাতপাখার প্রার্থী সাকীর শুভেচ্ছা বিনিময়
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে. এম. ইশমামের সঙ্গে সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মানসুর আহমদ সাকী।

বুধবার (৩ ডিসেম্বর) ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী'র নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার নেতারা নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মানসুর আহমদ সাকী ইউএনও’র প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এলাকার শান্তি, উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর, সহ সভাপতি সাইদুর রহমান সাঈদ, সেক্রেটারি মাওলানা ইয়াসিন আহমদ, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ নাজমুল হক, মতলব পৌরসভার সেক্রেটারি মাওলানা সিফাতুল্লাহ মজুমদার, আলহাজ্ব শফিকুল ইসলাম, মুহাম্মাদ হাসান খান, মুহাম্মাদ ইব্রাহিম, সজিব দেওয়ান, আল আমিন, আশরাফুল ইসলাম নীরব প্রমুখ।

এলএইস/