পনের-ষোল বছর পড়াশোনা করে ন্যূনতম স্বীকৃতিও কি আমরা ডিজার্ভ করি না?
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
নিউজ ডেস্ক

||আনীসুল মুরসালীন||

কওমির সনদের যে কোনো মূল্য নাই সেটা নিয়ে আলাপ চলতেসে দেখলাম, আমি কয়েকটা ঘটনা শুনাই আপনাদেরকে—

১.

আমার নাম মুরসালীন, জন্ম নিবন্ধনে ভুলে আসছে কমরুদ্দিন ৷ নাম ঠিক করতে গেসি ইউএনওর কাছে, বললো পুরা নাম চেঞ্জ করতে হলে সার্টিফিকেট লাগবে, আমি মাদরাসার হিফজ থেকে দাওরা পর্যন্ত ছয়টা সার্টিফিকেটের কথা বললাম, বললো এইগুলো আমরা গ্রহণ করি না ৷ এসএসসি বা এইচএসসি লেভেলের কোনো সার্টিফিকেট লাগবে, যেটা অনলাইনে সরকারি ওয়েবসাইটে দেখে যাচাই করা যায় ৷ আমার মাস্টার্সের সমমানের সার্টিফিকেট এসএসসির সার্টিফিকেটের সমান সম্মানও পাইলো না ৷

২.

ভাগ্য ভালো যে আমি স্কুল থেকে এসএসসি দিয়ে রাখসিলাম, কিন্তু সার্টিফিকেটে আবার সমস্যা হচ্ছে আমার বয়স বেশি দেওয়া, শিক্ষাবোর্ডে গেলাম যে বয়স ঠিক করে পরে এটা দিয়ে জন্মনিবন্ধন সংশোধন করবো, তারা বললো যে ফাইভের বা এইটের কোনো সার্টিফিকেট থাকলে সেটা দিয়ে এসএসসির সার্টিফিকেট সংশোধন করে দিবে ৷ কিন্তু দাওরার সার্টিফিকেট গ্রহনযোগ্য না, মানে একটা ফাইভের সার্টিফিকেটের সমান মূল্যও নাই ৷

৩.

কওমির অনেক ভাই-ব্রাদার ফারেগ হওয়ার পর ইমামতি বা মাদরাসার খেদমতের পাশাপাশি কিছু একটা করতে চান, তাদের কারো কারো টার্গেট থাকে ফ্রিল্যান্সিং টাইপ কিছু করার ৷ আপনি হয়তো জানেন না সরকার ফ্রিতে বিভিন্ন স্কিলের ওপর প্রশিক্ষণ দেয় যুবকদের, শুধু তাই না প্রশিক্ষণ নেওয়ার জন্য উল্টো টাকাও দেয় ৷ কয়েকদিন আগে যে আসিফ মাহমুদ আট হাজার যুবক যুবতীকে কারাটে শেখানোর আয়োজন করলেন সেটা তো জানেন? এইসবগুলো করার জন্য একটা ন্যূনতম যোগ্যতা হিসেবে চাওয়া হয় এসএসসির সমমান সার্টিফিকেটকে৷ চিন্তা করেন, আপনার সার্টিফিকেটের মান যদি অতটুকুও হতো তাহলে ফ্রিতে হয়তো কোনো একটা স্কিল অর্জন করতে পারতেন, কিন্তু আমাদের মাস্টার্সের সার্টিফিকেট দিয়ে সেটাও সম্ভব না ৷ কত কিছু যে মিস করতেসি সেটা অনেকে জানেনও না ৷

জেনারেল লাইনের কেউ কেউ এবং সরকারের পলিসি মেকাররা বলেন যে তোমরা ইংলিশ শেখো না, জ্ঞান-বিজ্ঞানের চর্চা করো না তাই তোমরা সরকারি চাকরি পাওয়ার যোগ্য না, কিন্তু আমরা পনের-ষোল বছর পড়াশোনা করে কি ন্যূনতম স্বীকৃতিও ডিজার্ভ করি না?

আমরা কি ভবিষ্যতে কোনোদিন জন্মনিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সহ সরকারি সব কাগজে এসএসসি/এইচএসসি/অনার্স ইত্যাদি পাস না লিখে মেশকাত/দাওরা পাস লিখতে পারবো? অপশনে কি মেশকাত-দাওরা লেখা দেখার অধিকারটুকু আমাদের নাই?

লেখক: তরুণ আলেম, লেখক ও চিন্তক

এলএইস/