
|
মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া : রাশেদ খান
প্রকাশ:
০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:০১ দুপুর
নিউজ ডেস্ক |
অল্পের জন্য ট্রাকচাপা থেকে প্রাণে বেঁচে গেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ ঘটনায় তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আরএইচ/ |