‘দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে’
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখার সভাপতি মুফতি তাজুল ইসলাম বলেছেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে লক্ষে দেশি-বিদেশি নানামুখি  ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের মধ্যে বিভেদ কমাতে হবে। অনৈক্য আমাদের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। দেশের চরম এই সংকটময় মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এর কোনো বিকল্প নেই।

সোমবার (১ ডিসেম্বর) খেলাফত মজলিস বার্মিংহাম শাখা আয়োজিত মাসিক নির্বাহী বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

শাখা সভাপতি মাওলানা আ.ফ.ম শুয়াইবের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নর্থ শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির।

বার্মিংহামের আস্টনস্থ দারুসসুন্নাহ হলরুমে শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিলের দারসে কোরআন এর মাধ্যমে শুরু হওয়া বৈঠকে দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমদ, আলহাজ্ব মইনউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শাকুর, তারেকুর রাজা চৌধুরি, হাফেজ মন্জুর আহমদ, হাজী হান্নান উল্লাহ, হাজী আইয়ুব মিয়, হাজী মছব্বির আলী, মুহাম্মদ সায়েদ আলী, হাজী সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাজী নজরুল ইসলাম, হাজী আব্দুস সুবহান, ক্বারী মুহাম্মদ মুহসিন চৌধুরী।

নেতৃবৃন্দ বিএনপি নেতা ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল লতিফ জেপীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মাগফিরাত কামনা করেন। এছাড়াও বৈঠক শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এনএইচ/