কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনি মতবিনিময় সভা
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৭ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাদহ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন— বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ইব্রাহিম হোসাইন কাসেমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কুষ্টিয়া জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান।

সভায় প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া - ২ (মিরপুর–ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুল হাকিম (সংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা), মাওলানা আব্দুল মতিন,

মুফতি বশির উদ্দিন, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা আমির হামজা,

মাওলানা আব্দুল আজিজ, হাফেজ নাসিম আহমদ, মুফতি মেহেদী হাসান, মুফতি আলমগীর হোসাইন, হাফেজ ইব্রাহিম হোসাইন হীরক,

মাওলানা হারুন-রশিদসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুকূল পোলিং ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বিজয় অর্জন করবে। মিরপুরকে কেন্দ্র করে পুরো কুষ্টিয়ার রাজনীতি, সামাজিক পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

বক্তারা আরও বলেন—আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অবাধ নেশাদ্রব্য ব্যবহার-বাণিজ্য, সুদ–ঘুষ, জুলুম–নির্যাতন ও নৈতিক অবক্ষয় বন্ধ হবে। মদিনার রাষ্ট্রে যেমন অমুসলিম সম্প্রদায় নিরাপদ ছিল, ঠিক তেমনি খেলাফত মজলিস ক্ষমতায় এলে বাংলাদেশেও সকল সংখ্যালঘু ও নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ।

সভা শেষে দলীয় নেতারা মাঠ পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি, সংগঠনকে শক্তিশালী করা এবং নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান।

এনএইচ/