ভোট ছিনতাই করতে এলে কেউ যেন দু হাত নিয়ে ফিরতে না পারে: জামায়াতের নায়েবে আমির
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬ দুপুর
নিউজ ডেস্ক

ভোট ছিনতাই করতে এলে নির্বাচনের মাঠ থেকে কেউ যেন দু হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে, সেই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম। মঙ্গলবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জামায়াত ইসলামী ফরিদপুর শাখার আয়োজনে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। 

দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে আজহারুল ইসলম বলেন, আপনারা প্রত্যেকটি ভোটকেন্দ্রে পাহারা দেবেন, ভোট চুরি-ডাকাতির জন্য নয়। যারা ভোট ছিনতাই করতে আসবে তারাও দু হাত নিয়ে আসবে, আপনারও দুই হাত আছে, তারা যেন ভোট চুরি করে দু হাত ফিরিয়ে নিয়ে যেতে না পারে। 

তিনি বলেন, আমরা জীবন বাজি রেখে এ পযন্ত এসেছি, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমরা এই দেশকে সোনার বাংলাদেশ দেখতে চাই। আর সেই লক্ষ্যে সকলকে দাড়িপাল্লায় ভোট দিতে হবে।

আজহারুল ইসলম আরও বলেন, জামায়াত ক্ষমায় গেলে দেশের সকল শ্রেণির মানুষ শতভাগ নিরাপত্তা ভোগ করতে পারবে।

তিনি বলেন, দেশে যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন দেশের হিন্দুরা ঠিকভাবে তাদের পূজা করতে পারেনি, তাদের প্রতিটা উৎসবেই হামলা-ভাঙচুর হয়েছে, অথচ এখন দেখুন হাসিনার বিদায়ের পর দুর্গা পূজায় দেশে কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।

জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, জামায়াত নেতা শাসসুল ইসলাম আল বরাটী, ফরিদপুর-৩ আসনের জামায়াত প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব, ফরিদপুর-১ আসনের প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনের সোহবর হোসাইন, ফরিদপুর-৪ আসনের মাওলানা সরোয়ার হোসাইন।

এর আগে সকালে সদরপুরের জামায়াতের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল প্রয়াত আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম। 

এনএইচ/