
|
জমিয়তের সিনিয়র সহসভাপতির সঙ্গে চিন্তক ও অ্যাক্টিভিস্টদের মতবিনিময়
প্রকাশ:
০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সঙ্গে তরুণ রাজনীতি চিন্তক ও অ্যাকটিভিস্টদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করে। এসময় তারা জমিয়ত সহসভাপতির সাথে সমসাময়িক জাতীয় রাজনীতি ও জমিয়তের চলমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাদের ভাবনা ও মূল্যায়ন তুলে ধরে মতবিনিময় করেন। তরুণ প্রতিনিধি দলে ছিলেন বারিধারা মাদরাসার শিক্ষক তরুণ আলেম মাওলানা মাহমুদ হাসান মাসরুর, জমিয়তের নির্বাহী সদস্য হুজাইফা ইবনে ওমর, জমিয়ত নেতা রেজা আল কারীম, জুলাই জোটের সদস্য মাবরুরুল হক, জামিল সিদ্দীকী, মাহমুদুল হাসান প্রমুখ। এনএইচ/ |