কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর গণসংযোগ
প্রকাশ: ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৫ সকাল
নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর–১ (কচুয়া) আসনের প্রার্থী মুফতী আনিসুর রহমান কাসেমী মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ জোহর ৩নং বিতারা ইউনিয়নের বাজার, মার্কেট, ব্যবসায়ী সমিতি ও সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক গণসংযোগ করেন।

রিকশা প্রতীকে দলীয় প্রার্থীর প্রতি জনসমর্থন বৃদ্ধি ও ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অঙ্গীকার তুলে ধরে এ গণসংযোগ পরিচালিত হয়। গণসংযোগে তিনি ব্যবসায়ী, দোকানদার ও স্থানীয়দের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং নৈতিক অবক্ষয়, ন্যায়বিচারের ঘাটতি ও মানুষের জীবনযাত্রার সংকট মোকাবিলায় ইসলামী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন।

এ সময় সঙ্গে ছিলেন—৩ নং ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান মুন্সী, ডেমরা থানা প্রচার সম্পাদক মুফতী আব্দুল্লাহ বিন কাসেমী, যাত্রাবাড়ী থানা প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ মাহবুব, কচুয়া থানা সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, ৪ নং পালাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মাহবুব, মুহা. বখতিয়ার, মুহাম্মাদ নাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল কাদেরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

এনএইচ/