
|
এবার লটারিতে নির্বাচিত হলো ৫২৭ থানার ওসি
প্রকাশ:
০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
পুলিশ সুপারের (এসপি) পর এবার দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) নির্বাচিত করা হলো লটারির মাধ্যমে। পুলিশ সদর দফর সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সম্প্রতি লটারির মাধ্যমে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। তবে মেট্রোপলিটনের কোনো থানার ওসিকে পদায়ন করা হয়নি। ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ জন, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ জন, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ জন, ময়মনসিংহ রেঞ্জের চার থানায় ৩৬ জন, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ জন, সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ জন, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ জন, এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ জন ওসিকে পদায়ন করা হয়েছে। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দফতর সূত্রে আরও জানা গেছে, সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে থানার সংখ্যা ৫২৭, মেট্রোপলিটন এলাকায় ১১০। মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার ক্ষেত্রে লটারি হবে না। মেট্রোপলিটন এলাকায় অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের কাজটি করবেন সংশ্লিষ্ট কমিশনাররা। এর আগে গত ২৬ নভেম্বর সারাদেশের পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। এলএইস/ |