সৌদি আরবে দুর্নীতির দায়ে ১১২ কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশ: ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ সকাল
নিউজ ডেস্ক

ঘুষ, দুর্নীতি এবং সরকারি পদের ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সৌদি আরবের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পৌরসভা এবং গৃহায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে ১১২ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ (নাজাহা) এক বিবৃতিতে জানিয়েছে, পুরো নভেম্বর মাসজুড়ে পরিচালিত ব্যাপক তদন্ত এবং পর্যবেক্ষণে দেশব্যাপী ৬ হাজার ৯৮১টি অভিযান চালানো হয়েছে। এসময় মোট ৩৭১ জন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

দুর্নীতি দমন সংস্থাটি বলেছে, সর্বশেষ অভিযানগুলো দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে আর্থিক-প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত, সরকারি তহবিল রক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতার কর্মকর্তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: গালফ নিউজ

এনএইচ/