
|
আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে তাবলিগের জোড়
প্রকাশ:
০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ সকাল
নিউজ ডেস্ক |
টঙ্গী তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলিগের সফরে ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠাতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে। হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম অনুযায়ী পুরান সাথিদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে। এনএইচ/ |