
|
জোড় ইজতেমায় তাবলিগের আরেক সাথীর ইন্তেকাল
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৮ দুপুর
নিউজ ডেস্ক |
টঙ্গীতে চলমান তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে পুরনো সাথীদের পাঁচ দিনের জোড়ে আরও এক সাথী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (১ ডিসেম্বর) বেলা ২টা ২০ মিনিটে মো. আজিজুর রহমান (৭২) ওজুখানার পাশে বার্ধক্যজনিত কারণে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের দেওপুরা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এ নিয়ে জোড় ইজতেমায় আগত মুসল্লিদের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। এলএইস/ |