
|
৫০ কোটির বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে : এফএও
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ সকাল
নিউজ ডেস্ক |
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সতর্ক করে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ৫০ কোটির (৫১২ মিলিয়ন) বেশি মানুষ ক্ষুধার মুখে পড়তে পারে। রোববার (৩০ নভেম্বর) সংস্থার মস্কো কার্যালয়ের পরিচালক ওলেগ কোবিয়াকভ এই আশঙ্কার কথা জানান। রুশ সংবাদমাধ্যম ‘রিয়া নভোস্তি’কে তিনি বলেন, এই ক্ষুধাপীড়িত মানুষের ৬০ শতাংশই আফ্রিকার বিভিন্ন দেশে বসবাস করবে। তিনি ক্ষুধা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান। কোবিয়াকভ বলেন, বিশ্ব এখনো দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর হতে পারছে না। সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ, কোভিড–১৯ পরবর্তী প্রভাব ও খাদ্যমূল্য বৃদ্ধি—এই কয়েকটি কারণ বিশ্বব্যাপী খাদ্য সংকট বাড়িয়ে দিচ্ছে। এনএইচ/ এদিকে এফএওর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এ বছর অক্টোবরের হিসাবে বিশ্বব্যাপী খাদ্যমূল্য কিছুটা কমেছে। চিনি ও দুগ্ধজাত পণ্যের দাম কমলেও মাংসের দাম বেড়েছে। সংস্থার ফুড প্রাইস ইনডেক্স সেপ্টেম্বরে দাঁড়ায় ১২৮.৮ পয়েন্ট, যা আগের মাসের ১২৯.৭ পয়েন্টের চেয়ে সামান্য কম। |