
|
মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অবস্থা সংকটাপন্ন, দোয়া কামনা
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৫৭ বিকাল
নিউজ ডেস্ক |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী পুনরায় অসুস্থ হয়ে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তাঁর ছেলে মাওলানা মো. হোসাইন আওয়ার ইসলামকে এই তথ্য জানিয়েছেন। মাওলানা হোসাইন জানান, তার বাবার অবস্থা গুরুতর। আজ বেলা ১১টার পর থেকে কোনো রেসপন্স নেই। তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমীর অক্সিজেন লেভেল অনেক নিচে নেমে গেছে। তাকে লাইফ সাপোর্ট দেওয়ার কোনো বিকল্প নেই। তবে পরিবারের সিদ্ধান্ত লাইফ সাপোর্টে নেওয়া হবে না। তাদের পক্ষ থেকে চিকিৎসকদের জানানো হয়েছে, লাইফ সাপোর্ট ছাড়া যত চেষ্টা আছে তা যেন করা হয়। চিকিৎসকরা এখন বিকল্প যত ব্যবস্থা আছে তা প্রয়োগ করছেন। আজগর আলী হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসা অধ্যাপক মিজানুর রহমানের তত্ত্বাবধানে প্রবীণ এই আলেমের চিকিৎসা চলছে। তার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে। প্রসঙ্গত, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী জমিয়ত ও হেফাজতের সাবেক মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর ছোট ভাই। তিনি রাজধানীর মাদানীনগর মাদরাসা ছাড়াও একাধিক মাদরাসায় হাদিসের দরস দেন। এলএইস/ |