সদরপুরে বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
নিউজ ডেস্ক

ফরিদপুরের সদরপুরে আল্লাহ্ তায়ালার প্রতি কটূক্তি ও সুরা নাসের অপব্যাখ্যার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে সদরপুর থানা সামনের মেইনরোডে সদরপুর উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার প্রকাশ্যে আল্লাহ্ তায়ালাকে নিয়ে অশ্রদ্ধামূলক অঙ্গভঙ্গি করেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। তারা আরও বলেন, সে সুরা নাসের অপব্যাখ্যা করে আল-কোরআনকে হাসির পাত্রে পরিণত করেছে। শুধু গ্রেফতার করলেই হবে না—তার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

সম্প্রতি আবুল সরকারের বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র ক্ষোভ দেখা দেয়। ভিডিওতে দেখা যায়, সে আল্লাহ্ তায়ালাকে নিয়ে কটূক্তি করছে এবং সুরা নাসের অর্থ বিকৃত করে ‘আল্লায় নাচতে কইছে তাই নাচি’—এমন মন্তব্য করছে। এসব ভিডিও ভাইরাল হওয়ার পরই স্থানীয় মুসলিম জনগণ মানববন্ধনের উদ্যোগ নেয় বলে আয়োজকরা জানান। সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্জ মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুল আউয়াল, যুবনেতা আমানতুল্লাহ আমান, আবুবকর পেয়াদা, মিজানুর রহমান, মাওলানা জুনাইদ আল হাবীব, বাইশরশি হাই স্কুলের শিক্ষক মাসুদ আলম, আবাবিল সংগঠনের সোহাগ শিকদার, মোঃ শেখ হাশমত, মোঃ নজরুল ইসলামসহ আরও অনেকে। মানববন্ধনে দূরদূরান্ত থেকে শতাধিক মুসলিম জনতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এলএইস/