
|
জামিআ ইসলামিয়া বাইতুল আমানের ওয়াজ মাহফিল ২৪ ডিসেম্বর
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
নিউজ ডেস্ক |
রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল আমান হাউজিং সোসাইটির দীনি প্রতিষ্ঠান জামিআ ইসলামিয়া বাইতুল আমানের খতমে কুরআন, খতমে বুখারী ও ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার। ওইদিন বাদ আসর থেকে মাদরাসা সংলগ্ন এই মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন জামিয়ার শাইখুল হাদিস এবং শাইখ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। বিশিষ্ট ওয়ায়েজ ও জামিয়া তা'লীমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক (কুয়াকাটা)। জামিয়া ইসলামিয়া দারুল উলূম (আকবর কমপ্লেক্স), মিরপুর-১, ঢাকার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি এবং শারীয়াহ অ্যাডভাইজারি অ্যান্ড রিসার্চ কাউন্সিল- এসএআরসি এর চেয়ারম্যান মুফতি মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজ সেবক এবং জামিআর সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ ভুইয়া। জামিআর প্রিন্সি মুফতি মাহমুদুর রহমান এবং সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন (কাজল) মাহফিলে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। মাহফিলে প্যান্ডেলের পাশে নারীদের বসার বিশেষ স্থান রয়েছে। এলএইস/ |