
|
ময়মনসিংহে মাদরাসা ছাত্রের উপর সন্ত্রাসী হামলা
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৫, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
||আলী জুবায়ের খান|| ময়মনসিংহে এক মাদরাসা ছাত্রের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। (২৭ নভেম্বর) বৃহস্পতিবার রাতে সদরের সুতিয়াখালী বাজারে অটো রিকশা আটকে এ হামলা চালানো হয়।হামলার শিকার হাফেজ আজিজুল হক মুয়াজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহের জামিয়া ফয়জুর রহমান রহ. বড় মসজিদ , মোমেনশাহীর মিশকাত জামাতের ছাত্র , এবং জামিয়ার পরিচালক আল্লামা আব্দুল হক এর নাতি। যানা যায় , বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে হামলার শিকার হাফেজ আজিজুল হক মুয়াজ,তার বন্ধু মোঃ মিজানুর রহমান, আমিনুল ইসলাম, ফুয়াদ হাসান সহ মোট পাঁচজন তাদের সহপাঠী মিশকাত জামাতের অপর ছাত্র নাঈম হাসানদের বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে রাত আটটার দিকে সুতিয়াখালী বাজারের দক্ষিণ পাশে 'জলিল ডাক্তারে'র বাড়ি সংলগ্ন রোডে তাদের বহনকারী অটো রিক্সাটিকে গতিরোধ করে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী । তাদের নেতৃত্ব দেয় হাফেজ শহীদুল ইসলামের ছেলে আম্মার এবং তার বন্ধু সুতিয়াখালী এলাকার হুমায়ুনের ছেলে আলিফ। সন্ত্রাসীরা ছাত্রদেরকে এলো পাথারি আঘাত করতে থাকে। বিশেষ করে আজিজুল হক মুয়াজকে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে উপর্যুপরি কুপিয়ে নৃশংসভাবে আহত করে। ছাত্রদের চিৎকারে এলাকাবাসী ও পথচারীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর এলাকাবাসীর সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এনএইচ/ |