
|
মধুপুর মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু আজ
প্রকাশ:
২৭ নভেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
নিউজ ডেস্ক |
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, বুজুর্গ আলেম, ইসলামি চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। মাহফিল উপলক্ষে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির ও জামিয়ার মুহতামিম হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) সকল ইসলামপ্রিয় জনগণ, ওলামা-মাশায়েখ, ছাত্র-জনতা,মুরিদ-ভক্ত এবং দ্বীনপ্রেমী মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে ইলমে দ্বীন অর্জন ও রূহানিয়াত লাভের সুযোগ গ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন। এলএইস/ |