নীলফামারী-১ আসনে জমিয়ত মহাসচিবের গণসংযোগ
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
নিউজ ডেস্ক

নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী নির্বাচনি গণসংযোগ চালিয়েছেন। এতে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বুধবার (২৬ নভেম্বর) বাদ মাগরিব ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন জমিয়ত আয়োজিত নির্বাচনি জনসভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সমর্থনে সবাই মুগ্ধ।

গণসংযোগে অংশ নেওয়া সাধারণ মানুষ জানান, দেশ, দ্বীন ও মূল্যবোধ রক্ষায় সৎ, নীতিবান ও আমানতদার নেতৃত্ব হিসেবে আফেন্দী সাহেবের প্রতি তাদের আস্থা অনেক দিনের।

এলএইস/