যৌথ নিরাপত্তা উদ্যোগে পাকিস্তান–সৌদি আরবের সমঝোতা
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত
নিউজ ডেস্ক

পুলিশ ও আধাসামরিক বাহিনীর জন্য একটি দ্বি-পাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে সম্মত হয়েছেন পাকিস্তান ও সৌদি আরব। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশ দুটির মধ্যে পেশাদার সহযোগিতার একটি নতুন পর্যায় হিসেবে চিহ্নিত হবে। সৌদির এক আলোচনা সভায় এমন সমঝোতার কথা জানিয়েছেন পাকিস্তান ও সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে।

সৌদি আরবে উচ্চ পর্যায়ের ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রী তাদের দেশের নিরাপত্তা সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এসময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সৌদি আরবকে ‘প্রত্যেক পাকিস্তানির জন্য দ্বিতীয় বাড়ি’ হিসেবে বর্ণনা করেছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন।

আলোচনাকালে সৌদি প্রিন্স আব্দুল আজিজ পেশোয়ারের সাম্প্রতিক হামলায় নিহত কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসময় নিহতদের সেবা ও ত্যাগের স্বীকৃতি প্রতি স্বীকৃতি জানান প্রিন্স আব্দুল আজিজ। এছাড়া তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং চলমান নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সমন্বিত সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এসময় আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যৌথ উদ্যোগগুলো পরিপালন করার জন্য পাকিস্তান-সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ার্কিং গ্রুপের পরবর্তী অধিবেশন আগামী মাসে অনুষ্ঠিত হবে।

এর আগে আঞ্চলিক সফরে থাকাকালীন সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানির সাথে দেখা করেছিলেন। সেখানে তারা দুজন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তাদের আলোচনার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, মাদক পাচার রোধে যৌথ প্রচেষ্টা, উপকূলীয় নিরাপত্তা ইউনিটগুলির মধ্যে সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল।

এলএইস/