
|
নির্বাচনে ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বানে সমমনা ইসলামী দলের মতবিনিময় সভা
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
নিউজ ডেস্ক |
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় সক্রিয় সমমনা ইসলামী দলসমূহ বৃহত্তর ইসলামী ঐক্য প্রক্রিয়ায় ঐকমত্য পোষণ করেছে। জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও এমপি পদপ্রার্থীদের অংশগ্রহণে শনিবার (২৬ নভেম্বর) বিকেল ২টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বরুণায় আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই অবস্থান তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন শায়খ মাওলানা আব্দুর রহীম শমশেরগন্জী। অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর ইসলামী ঐক্যের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও বাস্তব সম্ভাবনা নিয়ে প্রারম্ভিক আলোচনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন শায়খুল হাদীস মুফতী হাবীবুর রহমান কাসেমী (সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস—মৌলভীবাজার), মাওলানা আহমদ বেলাল (কেন্দ্রীয় খেলাফত মজলিস নেতা ও এমপি পদপ্রার্থী), মাওলানা ফখরুল ইসলাম (সভাপতি, খেলাফত মজলিস—মৌলভীবাজার), এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদ, এমপি পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদীন শাহেপুরী, মাওলানা মুশতাক আহমদ (ইসলামী আন্দোলন), মাওলানা আতাউল্লাহ (আল ইসলাহ), মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া ও মাওলানা আব্দুর রহীম নোমানী। বক্তারা বলেন, নৈতিক আদর্শ ও জনগণের আকাঙ্ক্ষার আলোকে ইসলামী শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য সময়ের দাবি। তারা আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামী দলগুলোর ঐক্যকে ইতিবাচক ও বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। সভায় উপস্থিত নেতা–কর্মীদের বেশিরভাগই মৌলভীবাজার-৪ আসনে বৃহত্তর ইসলামী ঐক্য প্রক্রিয়ার প্রার্থী হিসেবে মাওলানা শেখ নূরে আলম হামিদীর প্রতি ইতিবাচক সাড়া দেন এবং দ্রুত মাঠে নেমে সক্রিয় প্রচারণা শুরুর পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ জানান, ইসলামী দলগুলোর এই ঐক্য প্রচেষ্টা আগামী জাতীয় নির্বাচনে জেলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর মাধ্যমে ভোটাররা একটি বিকল্প, নৈতিক ও স্থিতিশীল নেতৃত্বের সুযোগ পাবে। এলএইস/ |