যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৯ বিকাল
নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতির চুক্তি উপেক্ষা করে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজার সেনানিয়ন্ত্রিত এলাকাগুলোতে গোলাবর্ষণ ও ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আনাদোলুকে জানান, বুধবার গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনারা একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এগুলো সামরিক নিয়ন্ত্রণাধীন “ইয়েলো লাইন” বেষ্টিত অঞ্চলের মধ্যে পড়ে।

দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলেও সেনানিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইসরায়েলি কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে এসব হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনাবাহিনীর দখলকৃত এসব এলাকায় প্রতিদিনই গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের ঘটনা ঘটছে। ইসরায়েল দাবি করছে, তারা হামাসের অবকাঠামো টার্গেট করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ১,৭১,০০০ জনকে আহত করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই গণবিধ্বংসী অভিযানে গাজার অধিকাংশ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এলএইস/