ভূমিকম্পে ছাত্রদের জড়িয়ে ধরে প্রশংসিত সেই শিক্ষক পেলেন সম্মাননা
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
নিউজ ডেস্ক

গত ২২ নভেম্বর দেশে এ যাবতকালের সবচেয়ে তীব্র কাঁপুনি অনুভূত হয়। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্প টের পেয়ে অনেকে প্রাণভয়ে দৌড়াদৌড়ি করতে থাকেন। এমনকি নিজ সন্তান ফেলে ছুটে চলার মতো ঘটনাও ঘটে। এর মধ্যেই হিফজখানার এক শিক্ষক নিজের প্রাণের মায়া ত্যাগ করে ছাত্রদের জড়িয়ে ধরে রাখেন ভূমিকম্পের সময়। সিসি ক্যামেরার সেই ফুটেজ ভাইরাল হলে সেই শিক্ষক প্রশংসায় ভাসেন সব মহলের। সেই মাদরাসা শিক্ষককে এবার দেওয়া হলো বিশেষ সম্মাননা।

গত সোমবার (২৪ নভেম্বর) তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ ওই শিক্ষককে এই সম্মাননা দেয়।

সম্মাননা পাওয়া ওই শিক্ষকের নাম হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক।

হাফেজ মাওলানা শফিকুল ইসলামের কর্মস্থলে উপস্থিত হয়েই ‘সাধারণ আলেম সমাজ’ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেয়। এ সময় ‘সাধারণ আলেম সমাজ’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহ। তার সাথে আরো ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম ও ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম। তারা হাফেজ মাওলানা শফিকুল ইসলামের এমন মানবিক ও দায়িত্বশীল কাজের জন্য তাকে ধন্যবাদ জানান।

ভূমিকম্পের সময়ের ভিডিওতে দেখা যায়, শফিকুল ইসলাম দরজার কাছেই একটি বিছানায় শুয়ে মোবাইলে চোখ রাখছিলেন। সেই সময় হঠাৎ ভূমিকম্প শুরু হলে রুম থেকে বের না হয়ে উল্টো ছাত্রদের বিছানার দিকে ছুটে যান। দুই ছাত্রকে দুই খাট থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যটি ভাইরাল হলে তার দায়িত্বশীলতার বিষয়টি ব্যাপক প্রশংসিত হয়।

এনএইচ/