
|
বলকানের বৃহত্তম নতুন মসজিদে নামাজ শুরু
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৫, ১২:২০ দুপুর
নিউজ ডেস্ক |
দক্ষিণ-পূর্ব বুলগেরিয়ার কার্দজালিতে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বলকান অঞ্চলের অন্যতম বৃহত্তম নতুন মসজিদ। শুধু উপাসনালয়ই নয়—এটি একটি সমন্বিত সাংস্কৃতিক, শিক্ষামূলক ও সামাজিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে। উদ্বোধনী আয়োজনে বুলগেরিয়া ও তুরস্কের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তুর্কি সংসদ সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী মেহমেত নুরি এরসয় বলেন, নতুন মসজিদটি বুলগেরিয়ার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি ইবাদতের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দুই দেশের ক্রমবর্ধমান সৌহার্দ্য ও সহযোগিতার কথাও উল্লেখ করেন। প্রায় ১,৪০০ বর্গমিটার আয়তনের এ মসজিদে একসঙ্গে ১,২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে রয়েছে কোরআন শিক্ষাকক্ষ, সভাকক্ষ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বহুমুখী সুবিধা—যা স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য এটিকে এক অনন্য সেবা ও মিলনকেন্দ্রে রূপ দিয়েছে। ধর্মবিষয়ক প্রধান সাফি আরবাগোস জানান, এই নতুন মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়; বরং জ্ঞান, নৈতিকতা, সামাজিক সংহতি ও মানবিকতার অনন্য কেন্দ্র হয়ে উঠবে। উল্লেখ্য, ২০১৫ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আকার, স্থাপত্য ও ধারণক্ষমতার দিক থেকে এটি বলকানের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম। এনএইচ/ |