
|
বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এসেছে ঢাকা
প্রকাশ:
২৬ নভেম্বর, ২০২৫, ১১:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকার জনসংখ্যা ও ভৌগোলিক পরিধি ধারাবাহিকভাবে বাড়তে থাকায় বিশ্বের নবম বৃহৎ শহর থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বুধবার (২৬ নভেম্বর) আলজাজিরা তাদের প্রতিবেদনে জাতিসংঘের এই বিশ্লেষণ তুলে ধরে জানায়, বিশ্বের বৃহৎ শহরের তালিকায় এখন প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা, আর তৃতীয় অবস্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও। জাতিসংঘের তথ্য অনুযায়ী— জাকার্তা: ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা ঢাকা: ৩ কোটি ৬৬ লাখ বাসিন্দা টোকিও: ৩ কোটি ৩৪ লাখ বাসিন্দা এর আগে ২০০০ সাল পর্যন্ত টোকিওকেই বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে চিহ্নিত করা হতো। ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ শীর্ষক জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩৩–এ, যার মধ্যে ১৯টি এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে ৯টিই এশিয়ার শহর। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির পেছনে মূল কারণ হলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ দলে দলে রাজধানীতে আসা। কাজের সুযোগ, উন্নত জীবনের খোঁজ, নদীভাঙন, বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিও অনেকে ঢাকামুখী হওয়ার বড় কারণ। সূত্র: আলজাজিরা এনএইচ/ |