কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪৮ রাত
নিউজ ডেস্ক

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগা এবং সেই আগুন ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের বাস্তবতায় আগুন লাগাকে কেবলই দুর্ঘটনা আকারে দেখার অবকাশ নাই, ফলে এই আগুনও কোন নাশকতা কি না তা বিবেচনায় রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ঢাকার নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের আবাসন এই বস্তি। আগুনে তাদের বসবাসের জায়গাটাও হারিয়ে গেল। এই মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, মাথা গোঁজার ঠাই করে দিতে হবে। একেকটা পরিবার বহু সংগ্রাম করে তিল তিল করে ঘরের আসবাবপত্র সংগ্রহ করে। আগুন তাদের নিঃস্ব করে দিলো। এর ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে।

এলএইস/