সুনামগঞ্জ-২ আসনে জমিয়ত প্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদের ব্যাপক গণসংযোগ
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪২ বিকাল
নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনোনীত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ। বিএনপি যেসব আসনে জমিয়তকে ছাড় দিতে পারে সেই আলোচনায় এই আসনটিও রয়েছে। খেজুর গাছ প্রতীকের প্রার্থী এলাকা চষে বেড়াচ্ছেন এবং গণসংযোগ অব্যাহত রেখেছেন।

ড. মাওলানা শোয়াইব আহমদ সোমবার (২৪ নভেম্বর) দিরাইয়ের রাজানগর ইউনিয়নের ধাপখাই গ্রাম পরিদর্শন করেন।

এ সময় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক গণসংযোগ ও এক প্রাণবন্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

নেতার আগমনে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তারা নির্বাচনি প্রার্থীর প্রতি তাদের সমর্থন ও আশা ব্যক্ত করেন।

ড. মাওলানা শোয়াইব আহমদ লন্ডন প্রবাসী। তিনি দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য জমিয়তের নেতৃত্ব দিচ্ছেন। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে জনসেবা অব্যাহত রেখেছেন। এবার তিনি জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে সেবা করতে চান।

এলএইস/