যোগ্যতা কাঠামোতে কওমি শিক্ষার স্বীকৃতি না থাকায় কওমী ছাত্র ফোরামের নিন্দা
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:১৫ দুপুর
নিউজ ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত জাতীয় যোগ্যতা কাঠামোতে কওমি শিক্ষার কোনো স্বীকৃতি না থাকায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম। সংগঠনটি অভিযোগ করেছে যে, নতুন কাঠামোয় কওমি মাদরাসাকে ‘অস্বীকৃত’ হিসেবে দেখানো হয়েছে, যা বৈষম্যমূলক ও উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত।
 
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের সভাপতি মুফতি জামিল সিদ্দিকী বলেন, কওমি সনদকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হলেও সেটি ছিল সম্পূর্ণ অকার্যকর। নতুন ঘোষিত যোগ্যতা কাঠামোর মাধ্যমে রাষ্ট্র আবারো কওমি শিক্ষাকে উপেক্ষা ও অবমাননার পথ বেছে নিয়েছে।
 
তিনি বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীরা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। সেই রক্তের প্রতি অবমাননা করেই আজ কওমি শিক্ষাকে অস্বীকৃত দেখানো হচ্ছে। শিক্ষা উপদেষ্টাসহ দায়িত্বশীলদের এই সিদ্ধান্তের জবাবদিহি করতে হবে।’
 
তিনি আরও বলেন, ‘যদি শিক্ষা মন্ত্রণালয় ‘মাস্টার্স সমমান’ সনদের স্বীকৃতি প্রত্যাহার করতে চায়, তা হলে সেটি প্রকাশ্যে ঘোষণা করা উচিত। পাশাপাশি এই সিদ্ধান্তের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ইন্ধন আছে কিনা, তা তদন্তের দাবি জানাচ্ছি।’