
|
মামদানির অভিষেক কমিটিতে ৯ বাংলাদেশি
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আগামী ১ জানুয়ারি শপথগ্রহণ করতে যাচ্ছেন। এ উপলক্ষে গঠিত তাঁর অভিষেক কমিটিতে স্থান পেয়েছেন ৯ জন বাংলাদেশি, যা প্রবাসী বাংলাদেশি সমাজে আনন্দ ও গৌরবের অনুভূতি ছড়িয়ে দিয়েছে। গত ৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৩৪ বছর বয়সী মামদানি বিজয়ী হন। নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম মেয়র দায়িত্ব নিতে যাচ্ছেন। তাঁর অভিষেক কমিটির ৪০০ সদস্যের তালিকায় পাওয়া বাংলাদেশিরা হলেন— ৪০০ জনের বিশাল তালিকা পর্যালোচনায় পাওয়া গেছে—এ পর্যন্ত ৯ জন বাংলাদেশি, ১১ জন পাকিস্তানি এবং ১৬ জন ভারতীয়কে চিহ্নিত করা সম্ভব হয়েছে। পাকিস্তানি ও ভারতীয়দের মধ্যে রয়েছেন ১০ জন পাঞ্জাবি এবং ৪ জন ইন্ডো-কারিবিয়ান। এছাড়া ইমরান পাশা নামের একজনও তালিকায় আছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে নিউইয়র্কের শতকরা ৯৮ ভাগ বাংলাদেশি মুসলিম মামদানিকে ভোট দিয়েছেন এবং প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করেছেন। তাদের এই অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বরূপ অভিষেক কমিটিতে ৯ জন বাংলাদেশির স্থান পাওয়া—নিউইয়র্কের রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির পরিশ্রম, দক্ষতা ও প্রভাবের এক উজ্জ্বল স্বীকৃতি। প্রবাসীদের রাজনৈতিক অঙ্গনে এটি এক বিরল সম্মান, যা পূর্বে অর্জন করা ছিল অত্যন্ত কঠিন এনএইচ/ |