
|
দেশকে নতুন রাজনৈতিক সংস্কার উপহার দেবে এনসিপি: হাসনাত
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৫, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক |
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশকে নতুন রাজনৈতিক সংস্কার উপহার দেবে বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের জাতীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার (২৪ নভেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে মনোনয়ন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এছাড়াও দলটির নেতারা বলেন, খুব শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট দেখবে বাংলাদেশের মানুষ। আসন্ন জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নিজেদের দলীয় প্রার্থী দেবে দলটি। ধর্মীয় ফ্যাসিবাদ, চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের পক্ষে কাজ করার আহ্বান জানান এনসিপির নেতারা। এছাড়াও নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এনএইচ/ |