
|
সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস
প্রকাশ:
২৫ নভেম্বর, ২০২৫, ০৮:৩০ সকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) লালদিঘীরপাড়স্থ কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি আলহাজ মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালামের যৌথ পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রশিক্ষণ মজলিসের শুরুতে দারসুল কোরআন পেশ করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ। সংগঠনের নিয়মিত কাজ বিষয়ে আলোচনা করেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। কর্মীর বৈশিষ্ট্য, গুণাবলি ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। দায়িত্বশীলদের ভূমিকা ও কর্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সাধারণ প্রশ্নোত্তর, মুহাসাবা, মনোনয়ন, হেদায়েতী বক্তব্য ও দোয়া। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলীয় নায়েবে আমীর আলহাজ মাওলানা রেজাউল করিম জালালী। তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে। দাওয়াতি কার্যক্রমকে হেকমত, প্রজ্ঞা ও সুপরিকল্পিতভাবে পরিচালনা করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমেই দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরি করা সম্ভব।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি শায়খ মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মুফতি আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, মাওলানা ডা. মোস্তাফা আহমদ আজাদ, মাওলানা জিলাল আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, সাংগঠনিক সম্পাদক হাফিজ রিয়াজ আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ শুয়াইব আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, বায়তুল মাল সম্পাদক অধ্যক্ষ বদরুল আলম, অফিস সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সমাজকল্যাণ সম্পাদক ক্বারী আবুল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের কার্যক্রম সম্পন্ন হয়। এনএইচ/ |