‘লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে’
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে  নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে।

সোমবার (২৪ নভেম্বর) আইএবি, ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, স্বাধীনতার পর থেকে ১২টি সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। '২৪-এর জুলাই অভ্যুত্থানের পর সেরকম নির্বাচন হলে সরকার হাসির পাত্রে পরিণত হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়ার কারণে পেশি শক্তি এবং কালোটাকা  ব্যবহার করে ফলাফল নিজেদের দখলে নিয়ে আসছে।নির্বাচনকে সহিংসতামুক্ত রাখতে এখন থেকেই প্রশাসনকে ঢেলে সাজাতে যথাযথ উদ্যোগ নিতে হবে।

ইমতিয়াজ আলম আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন আয়োজন নতুন সংকট তৈরি করতে পারে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে জাতীয় নির্বাচন এবং পরবর্তী সরকার প্রশ্নের সম্মুখীন হবে। সরকার গুটিকয়েক দলের জন্য গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে পারেনি।যার ফলে এসব দলের  প্রতি  সরকারের দরদ আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে  কালোটাকার ছড়াছড়ি লক্ষ্য করা যাচ্ছে। এসব অবৈধ কাজ এখন থেকে   বন্ধ করতে নির্বাচন কমিশনকে আরও শক্ত অবস্থান নিশ্চিত করতে হবে। ইসির দুর্বলতার কারণে নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হলে সরকারকেই এর  দায়ভার নিতে হবে।

এলএইস/