বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য: ধানের শীষের প্রার্থী
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
নিউজ ডেস্ক

বিএনপির রাজনীতি আল্লাহর সন্তুষ্টির জন্য হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

রোববার (২৩ নভেম্বর) রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

জিকে গউছ বলেন, আমাদের রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের রাজনীতি হবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের রাজনীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, হাসিনা অভিযোগ তুলেছিলেন খালেদা জিয়া নাকি এতিমের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা বারবার বলেছি এত বড় মিথ্যা অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে যারা আনে আল্লাহ বরদাশত করতে পারেন না। কারণ এ ঘটনাটি ছিল হাসিনার বানোয়াট একটি গল্প। যে টাকার কথা বলেছিল সেই টাকা ব্যাংকে গচ্ছিত রেখে ২ কোটি টাকার সুদে আসলে ৮ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। বেগম খালেদা জিয়াকে অপমানিত করার জন্য হাসিনা এ মিথ্যা গল্প বানিয়েছিল।

গউছ বলেন, ভুয়া মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে আটক রেখেছিল। খালেদা জিয়া সুস্থ শরীরে হেঁটে জেলখানায় গিয়েছিলেন। ২ বছর পর বেরিয়ে এলেন হুইলচেয়ারে বসে। ইজ্জতের মালিক আল্লাহ। এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইলচেয়ারে বসে খালেদা জিয়া সেনাকুঞ্জে যান। সেখানে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতির সামনে আমাদের গর্ব সেনাবাহিনী প্রধান সম্মানিত করেছেন।

এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৮ হাজার নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এর মাধ্যমে প্রমাণ করেছেন অন্যায়, দুর্নীতি আর বিএনপির রাজনীতি একসঙ্গে চলতে পারে না।

এলএইস/