
|
বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক হলেন মুফতি এনায়েতুল্লাহ
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের প্রথম সারির অনলাইন নিউজপোর্টাল বার্তা২৪ ডটকমের যুগ্ম সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সিনিয়র আলেম সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ। সোমবার (২৪ নভেম্বর) তিনি পদোন্নতির চিঠি পেয়েছেন। ২২ নভেম্বর থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। এতদিন তিনি পোর্টালটির সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এরও আগে তিনি সিনিয়র সহসম্পাদকের দায়িত্ব পালন করেন। মুফতি এনায়েতুল্লাহ নিজেই এই খবর আওয়ার ইসলামকে নিশ্চিত করেন। পদোন্নতি পাওয়ায় তিনি বার্তা২৪ ডটকম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। মাদরাসায় পড়াশোনা করে যারা সাধারণ ধারার সাংবাদিকতায় নিজেকে বিশেষ উচ্চতায় নিয়ে গেছেন তাদের অন্যতম মুফতি এনায়েতুল্লাহ। কওমি মাদরাসায় পড়াশোনার পরও তিনি মূলধারার বেশ কিছু গণমাধ্যমে কাজ করেছেন। মুফতি এনায়েতুল্লাহ রাজধানীর আরজাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন। তিনি দৈনিক সমকাল, দৈনিক সংবাদপত্র, সাপ্তাহিক জাগো প্রহরী, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ২০১৭ সালে আলমগীর হোসেনের হাত ধরে বার্তা২৪ ডটকম শুরু হলে তিনি পোর্টালটিতে যোগ দেন। মাঝে কয়েক বছর তিনি দৈনিক দেশ রূপান্তরে ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। পরে তিনি আবার বার্তা২৪ ডটকমে ফিরে আসেন। সিনিয়র এই আলেম সাংবাদিক সাংবাদিকতার বাইরেও একজন লেখক ও কলামিস্ট হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি। মুফতি এনায়েতুল্লাহ অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলামেরও অন্যতম উপদেষ্টা। তাঁর এই পদোন্নতিতে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সম্পাদক হুমায়ুন আইয়ুবসহ আওয়ার ইসলাম পরিবারের সদস্যরা। এলএইস/ |