
|
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের প্রচারণা শুরু
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৫, ০৩:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘কেন্দ্রীয় সম্মেলন–২০২৬’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ এর দাওয়াত গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দাওয়াত প্রদানের কার্যক্রম। আগামী ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিতব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬কে সামনে রেখে দাওয়াত কার্যক্রমের সূচনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে দাওয়াত কার্ড গ্রহণ করেন পীর সাহেব চরমোনাই। দাওয়াত কার্ড গ্রহণ করে তিনি সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। এলএইস/ |