মার্কিন ভিসা না পাওয়ায় আত্মহত্যা
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৩২ দুপুর
নিউজ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ৩৮ বছর বয়সী এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

শনিবার দুপুরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। এর আগে গৃহকর্মী দরজা বন্ধ দেখে পরিবারকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার নোট পাওয়া গেছে। এতে চিকিৎসক ভিসা না মেলায় হতাশার কথা লিখেছেন। ধারণা করা হচ্ছে, তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বা ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্টেই চূড়ান্ত কারণ নিশ্চিত হবে।

মৃত চিকিৎসকের মা জানান, যুক্তরাষ্ট্রে চিকিৎসা ক্যারিয়ার গড়ার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবার তাকে ভারতে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি মনে করতেন আমেরিকায় সুযোগ ও কর্মপরিবেশ আরও ভালো।

তিনি পদ্মা রাও নগরে একা থাকতেন এবং নিকটস্থ লাইব্রেরিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল ইন্টারনাল মেডিসিনে স্পেশালাইজ করা।

এনএইচ/