
|
যাত্রা শুরু করল ই-পারিবারিক আদালত
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৫, ১২:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা মহানগর আদালতে সোমবার (২৪ নভেম্বর) যাত্রা শুরু করেছে ই-পারিবারিক আদালত, যা মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা এবং কাগজের নথি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যাগুলো দূর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নতুন এই সেবার মাধ্যমে দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি সংরক্ষণ, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে। তিনি আরও উল্লেখ করেন, “এই উদ্যোগ সব পক্ষকে গ্রহণ করতে হবে এবং যে কোনও ভবিষ্যৎ সরকারের অধীনে এটি চলমান রাখা জরুরি, না হলে প্রক্রিয়াটি ম্লান হয়ে যেতে পারে।” পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই পদক্ষেপ বিচারব্যবস্থার জন্য একটি বড় অগ্রগতি এবং পেপারলেস হওয়া পরিবেশের জন্যও ইতিবাচক। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত সেবা দিতে সহায়তা করবে। সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, “ই-পারিবারিক আদালতের মাধ্যমে বিচারব্যবস্থাকে পেপারলেস সিস্টেমের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।” নতুন এই পদক্ষেপের ফলে পরিবারিক মামলা দ্রুত নিষ্পত্তি হবে, আদালতের কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে এবং নাগরিকদের সময় ও অর্থের উল্লেখযোগ্য সাশ্রয় হবে। এনএইচ/ |