
|
বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা শাখার কাউন্সিল রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আমজাদ হোসাইন আশরাফী এবং সাধারণ সম্পাদক উমর ফারুক। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সা'দুল্লাহ বগডহরী, সাংগঠনিক সম্পাদক মুফতী মুহাম্মদুল্লাহ নবীনগরী এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতী ইয়াসিন আরাফাত নবীনগরী দায়িত্ব পান। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, নবীনগর হেফাজতের সভাপতি মুফতী বেলায়েতুল্লাহ কাসেমী, সাবেক ভাইস চেয়ারম্যান ও নবীনগর দাওয়াতুল হক পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, পৌর হেফাজত সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহসহ শতাধিক আলেম-উলামা ও দ্বীনদরদি গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাউন্সিল শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নবীনগর উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। এনএইচ/ |