বিদেশি সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি, ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড দিল হুথিরা
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল
নিউজ ডেস্ক

ইয়েমেনে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে হুথি প্রশাসন। রাজধানী সানা’র বিশেষায়িত ফৌজদারি আদালত শনিবার (২২ নভেম্বর) এ রায় ঘোষণা করে।

সংবাদ সংস্থা সাবা জানায়, আসামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল—২০২৪–২০২৫ সালে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ইয়েমেনের বিরুদ্ধে শত্রুতামূলক কাজে যুক্ত থাকা। তাদেরকে একটি আন্তর্জাতিক গুপ্তচর নেটওয়ার্কের অংশ হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে—গুপ্তচর নেটওয়ার্কটি রাষ্ট্রীয় নেতাদের অবস্থান, গতিবিধি এবং ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করত। তাদের দেওয়া এসব তথ্যের ভিত্তিতে কয়েকটি সামরিক, নিরাপত্তা এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়; এতে বহু মানুষ নিহত এবং ব্যাপক অবকাঠামোর ক্ষতি হয়।

অন্যদিকে আদালত একই মামলায় আরও একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। একজন আসামিকে সন্দেহের সুবিধায় খালাস দেওয়া হয়েছে।

সাবা জানায়, দণ্ডপ্রাপ্তরা সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কাজ করত। বিশেষত মোসাদ এবং সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ ছিল উল্লেখযোগ্য।

২০২৩ সালের শেষের দিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরমুখী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে—এটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ।

এ বছরের শুরুর দিকে ইসরায়েলি এক হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার বহু সদস্য নিহত হন, যা দুই পক্ষের দ্বন্দ্বকে আরও তীব্র করে তোলে।

এনএইচ/