
|
সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা তাহেরীর
প্রকাশ:
২৪ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক |
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী। রোববার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় এক মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। তাহেরী বলেন, যারা ধর্মের নামে অপব্যাখ্যা, ধর্মান্ধতা ও ধর্মদ্রোহিতা ছড়ায়, এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একত্র হতে হবে। তাহলেই দেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে। এনএইচ/ |