সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা তাহেরীর
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৮:২৭ সকাল
নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব মাওলানা গিয়াস উদ্দিন তাহেরী।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসায় এক মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

তাহেরী বলেন, যারা ধর্মের নামে অপব্যাখ্যা, ধর্মান্ধতা ও ধর্মদ্রোহিতা ছড়ায়, এবং যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তাদের সব ষড়যন্ত্রের অবসান ঘটাতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একত্র হতে হবে। তাহলেই দেশে শান্তি ও সম্প্রীতি বজায় থাকবে।
এই ইসলামি বক্তা বলেন, এই দেশ পীর আউলিয়ার দেশ। এই উপমহাদেশে ইসলাম এসেছে পীর আউলিয়াদের মাধ্যমে। আহলে সুন্নাত ওয়াল জামাআত পীর আউলিয়াদের অনুসরণের মধ্য দিয়ে এদেশে কোরআন সুন্নাহ'র শাসন বাস্তবায়ন করতে চায়। আমরা সকল শান্তিপ্রিয় জনগণকে উদাত্ত আহ্বান জানাব, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নি জোটের মার্কা মোমবাতিকে বিজয়ী করুন। কারণ, এটা প্রমাণিত যে, সুন্নিরাই এদেশে শান্তিপ্রিয়। সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী সুন্নি মুসলমানরা কখনও কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সুন্নি মুসলমান সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি তরিকতপন্থী সুন্নি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, এবার যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। এদেশের সংখ্যা গরিষ্ঠ সুন্নি মুসলমান যদি এক থাকে তাহলে সরকার আমরাই গঠন করবো।

এনএইচ/