
|
ভূমিকম্প: মালিবাগ জামিয়া বন্ধ ঘোষণা
প্রকাশ:
২২ নভেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শনিবারও (২২ নভেম্বর) একাধিকবার আফটার শক হয়েছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) মাদরাসা বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মালিবাগ জামিয়ার মুহতামিম মুফতি আবু সাঈদ। আওয়ার ইসলামকে মুফতি আবু সাঈদ বলেন, আমরা মাদরাসা বন্ধ ঘোষণা করেছি। এর কারণ হিসেবে তিনি বলেন, ছাত্রদের সেফটির জন্য আমরা এই পদক্ষেপটি নিয়েছি। যেহেতু আফটার শক হচ্ছে বারবার, ছাত্রদের মধ্যে কিছু আতঙ্কও ছড়িয়ে পড়েছে, এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জানা গেছে, ছুটি ঘোষণার পর ছাত্ররা বাড়িতে চলে যাচ্ছেন। পরিস্থিতি বুঝে মাদরাসা আবার খোলা হবে। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১১ জন। আহত কয়েক শ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর একদিন পর রোববারও একাধিকবার আফটার শক হয়েছে। কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। আরএইচ/ |